♦ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম (ফেজ ২ প্রজেক্ট)
পদ ও যোগ্যতা : সম্প্রসারণ কর্মকর্তা ৭৭ জন। দ্বিতীয় শ্রেণিসহ বিএসসি ফিশারিজ (অনার্স)/ দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির এমএসসি-ইন-মেরিন সায়েন্স অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির এমএসসি প্রাণিবিদ্যা (ফিশারিজ গ্রুপ)। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ৩ নভেম্বর তারিখে বয়স ৩০ বছর।
বিজ্ঞাপন
আবেদন ফরম পাওয়া যাবে www.forms.gov.bd অথবা www.fisheries.gov.bd এই ওয়েবসাইটে। আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত। যোগাযোগ : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম—ফেজ ২ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৬ নভেম্বর, পৃষ্ঠা ৬।
♦ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)
পদ ও যোগ্যতা : স্টোরকিপার ১ জন। দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
লাইব্রেরী অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট ১ জন। স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে প্রথম শ্রেণির ডিপ্লোমা। মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
অ্যাকাউন্ট্যান্ট ১ জন। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
ক্যাটালগার ১ জন। দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অ্যাকাউন্ট এসিসট্যান্ট কাম টাইপিস্ট ১ জন। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান পাসসহ মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। টেকনিশিয়ান ১ জন। বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাসসহ ট্রেড সনদপ্রাপ্ত।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন। দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৯ অক্টোবর বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। sparrso.teletalk.com.bd
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ৫ ডিসেম্বর ৬টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ১ নভেম্বর, পৃষ্ঠা ১৬।
♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ
পদ ও যোগ্যতা : অধ্যাপক (ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি ১ জন, অফশোর ইঞ্জিনিয়ারিং ১ জন এবং পদার্থবিদ্যা ১ জন)। স্নাতকসহ স্নাতকোত্তর পাস।
বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। সহযোগী অধ্যাপক (মেরিটাইম সায়েন্স ১ জন)। স্নাতকসহ স্নাতকোত্তর পাস। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। সহকারী অধ্যাপক (অফশোর ইঞ্জিনিয়ারিং ১ জন)। স্নাতকসহ স্নাতকোত্তর পাস। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।
আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত।
ওয়েব : www.bsmrmu.edu.bd
সূত্র : কালের কণ্ঠ, ৪ নভেম্বর, পৃষ্ঠা ১৩।
ফরহাদ হোসেন