kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

ইসলাম ও নৈতিক শিক্ষা

উদ্ধৃতিসহ তথ্যভিত্তিক উত্তর দেবে

মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর, ঢাকা

৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউদ্ধৃতিসহ তথ্যভিত্তিক উত্তর দেবে

১।   বহু নির্বাচনী প্রশ্ন

     বহু নির্বাচনী প্রশ্নের অপশনগুলো অনেক সময় কাছাকাছি মনে হতে পারে। ৫০টির মধ্যে প্রথম ৪০টি যোগ্যতাভিত্তিক হবে, তাই খেয়াল করে উত্তর দিতে হবে। একাধিক অপশন সঠিক মনে হলে এগুলোর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য—তা খেয়াল করে উত্তর দাও।

     এ অংশে ভালো করতে হলে বইয়ের তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখো। সময়ে সময়ে দাগ দেওয়া অংশগুলো দেখে নাও। তাহলে মনে থাকবে। বইয়ের প্রতিটি বিষয়ের স্পষ্ট ধারণা থাকলেই যোগ্যতাভিত্তিকে ভালো করতে পারবে। 

 ২।  সংক্ষিপ্ত প্রশ্ন

*    এ অংশে প্রথম ১০টি প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক।

*    বহু নির্বাচনী অংশের জন্য ভালো প্রস্তুতি নিলে এ অংশেও ভালো করা যাবে। 

*    উত্তর দেওয়ার সময় শুধু দুই-একটি শব্দ না লিখে পূর্ণ বাক্য লিখতে হবে।

*    প্রশ্নে দুই-একটি ছোট আয়াত বা আরবি অংশের বাংলা উচ্চারণ/অর্থ লিখতে বলা হতে পারে।

 ৩।   কাঠামোবদ্ধ প্রশ্ন

     এ ধরনের প্রশ্ন ১০টি। প্রথম ৮টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। এর মধ্যে ৬টির উত্তর দিতে হবে। শেষ ২টি প্রশ্ন থাকবে গতানুগতিক। এর মধ্যে ১টির উত্তর দিতে হবে।

     যোগ্যতাভিত্তিকে ভালো নম্বর পেতে হলে—

*    কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেবে 

*    উত্তর তথ্যভিত্তিক হতে হবে

*    ভুল তথ্য লিখবে না

*    প্রয়োজনে আলাদা প্যারা করে লিখবে।

গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন

*    প্রথম অধ্যায় :      আল্লাহ তা’আলার পরিচয়, আল্লাহ তা’আলার গুণাবলি, নবী ও রাসুলের পরিচয়।

*    দ্বিতীয় অধ্যায় :      ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ ও কোরবানি।

*    তৃতীয় অধ্যায় : দেশপ্রেম, সততা, মা-বাবার খেদমত, শ্রমের মর্যাদা।

*    চতুর্থ অধ্যায় : কোরআন মজিদের পরিচয়, মাখরাজ, ওয়াকফ।   

     বি. দ্র. : পাঁচটি সুরার অর্থ মুখস্থ রাখতে হবে। আর সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের অর্থ মুখস্থ রাখবে।

*    পঞ্চম অধ্যায় : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ।

     অতিরিক্ত : হজরত নূহ (আ.), হজরত ইবরাহিম (আ.), হজরত দাউদ (আ.) ও হজরত ঈসা (আ.)।

মন্তব্যসাতদিনের সেরা