kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

বিজ্ঞান

সুযোগ থাকলে চিত্র দেবে

মো. শেখ ফরিদ উল্লাহ, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুযোগ থাকলে চিত্র দেবে 

*    বহু নির্বাচনী প্রশ্ন

     যোগ্যতাভিত্তিক প্রশ্ন বেশি (৪০টি) থাকবে। তাই পুরো বই পড়া না থাকলে সঠিক উত্তর বাছাই করতে খটকা লাগতে পারে।

*    সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নের চাহিদামতো উত্তর এক বা একাধিক বাক্যে লিখবে। তবে কখনোই এক শব্দে লিখবে না।

*    কাঠামোবদ্ধ প্রশ্ন : এ অংশে যোগ্যতাভিত্তিকের (‘ক’ থেকে ‘জ’—৬টি) পাশাপাশি গতানুগতিক প্রশ্নও (‘ঝ’ থেকে ‘ঞ’—২টি) থাকবে। 

     প্রশ্নে যদি একাধিক অংশ থাকে তাহলে উত্তরও একাধিক অংশে দেবে।

     চিত্র : কাঠামোবদ্ধ প্রশ্নসংশ্লিষ্ট টপিকের সঙ্গে বইয়ে যদি চিত্র থাকে, তাহলে প্রশ্নে না চাইলেও চিত্র দেওয়ার চেষ্টা করবে।

     যেমন—গ্রিনহাউস, পানিচক্র, ঋতু পরিবর্তন, আহ্নিক গতি ইত্যাদি।

     এসব টপিকের ওপর প্রশ্ন এলে উত্তরে চিত্র দেবে।

গুরুত্বপূর্ণ অধ্যায়

১, ৩, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪  অধ্যায়ের ওপর বেশি জোর দেবে।

মন্তব্যসাতদিনের সেরা