kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শুধু এক বাক্যে লিখবে

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বেইলি রোড, ঢাকা

৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শুধু এক বাক্যে লিখবে

বহু নির্বাচনী প্রশ্ন

     ৫০টি বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) মধ্যে ৪০টিই হবে যোগ্যতাভিত্তিক।

     যোগ্যতাভিত্তিক এমসিকিউ এভাবে আসতে পারে—

     মারিয়াদের বাড়ি বগুড়া জেলায়। এ জেলা প্রায়ই খরায় আক্রান্ত হয়। এ জেলাটি বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত? 

     (ক) রাজশাহী (খ) রংপুর

     (গ) ঢাকা    (ঘ) চট্টগ্রাম

       উত্তর হবে রাজশাহী।

     আবার, প্রশ্নে আসতে পারে— শিল্পকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া পরিবেশদূষণের কোন কারণের মধ্যে পড়ে?

     (ক) প্রাকৃতিক কারণ

     (খ) মানবসৃষ্ট কারণ

     (গ) জৈবিক কারণ

     (ঘ) ভৌগোলিক কারণ

       এর উত্তর : মানবসৃষ্ট কারণ।

     সংক্ষিপ্ত প্রশ্ন

     সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে হলে বই ভালো করে পড়তে হবে।

     প্রতিটি পাঠের শেষে থাকা 

     এসো বলি, এসো লিখি বা আরো কিছু করি, যাচাই করি—এগুলো

     ভালো করে পড়তে হবে। তবেই যোগ্যতাভিত্তিকসহ ৫০টি বহু নির্বাচনী উত্তরের সব উত্তর সঠিক হবে।

     প্রথম ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক। আর ৩৫ নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্নে প্রথম ৮টি যোগ্যতাভিত্তিক, বাকিগুলো গতানুগতিক।

     সংক্ষিপ্ত প্রশ্নে যা চাওয়া হবে, এক বাক্যে শুধু সেটির সঠিক উত্তর লিখবে। যেমন—

     সোনারগাঁয়ে কেন পানামনগর গড়ে ওঠে?

     উত্তর : উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁয়ে পানামনগর গড়ে ওঠে।

     যদি প্রশ্নে বলা হয়—

     মানুষ কেন যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে? উত্তরে লিখবে—পরিবহন সুবিধার কারণে এবং যাতায়াত সুবিধাজনক হওয়ার কারণে মানুষ যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে।

     এবার প্রশ্নোত্তর লেখার বিষয়ে বলছি। যদি প্রশ্নে আসে—

     সমাজ বলতে কী বোঝো? সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে তোমার চারটি কর্তব্য লেখো।

     এখানে প্রশ্নটির দুটি অংশ। প্রথম অংশের জন্য প্রথম প্যারায় লিখবে—

     ‘মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে সমাজ বলে।’   

     দ্বিতীয় অংশে লিখবে—

     ‘সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমার চারটি কর্তব্য হলো—

     (১) ছোটদের ভালোবাসব এবং দেখাশোনা করব

     (২) কারো ক্ষতি করব না

     (৩) সবার উপকার করার চেষ্টা করব

     (৪) সমাজের বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলব।

     এভাবে সমাজের প্রতি আমি আমার কর্তব্য পালন করলে সমাজ সুন্দর ও সুশৃঙ্খল থাকবে।’

মন্তব্য