kalerkantho

গোপালগঞ্জে হাসপাতালে ভর্তি ২৯ রোগী

গোপালগঞ্জ প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে গত ৪৮ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে ২৪ জন, টুঙ্গিপাড়ায় চারজন ও মুকসুদপুর হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। এর মধ্যে হাসপাতালগুলোতে ভর্তি আছে ৩৮ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৪৩ জন। ঈদের আগে ও পরে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এদিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট শেষ হওয়ায় ডেঙ্গু পরীক্ষা করতে পারছেন না বলে জানিয়েছেন হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক। তবে তিনি জানিয়েছেন, এরই মধ্যে নতুন কিট কেনা হয়েছে। আজ বৃহস্পতিবার তারা নতুন কিট হাতে পাবেন বলে জানান তিনি। তখন ডেঙ্গু রোগ পরীক্ষা করতে আর অসুবিধা থাকবে না।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত বুধবার দুপুর পর্যন্ত ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা