kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ফরিদপুরে নতুন ৭০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর গত ২০ জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৪৫৪ জন রোগী। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৭৯ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৪৫৪ জন। গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে ২৭৯ জন। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা