kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

গাইবান্ধায় বাম জোটের স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধা আধুনিক হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা করা ও ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা ইউনিট চালুসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার সিভিল সার্জনের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্ব্বয় কমিটি এ স্মারকলিপি পেশ করে।

এ সময় জেলা সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদ সমন্ব্বয়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী নেতা আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. আবু হানিফ দাবি বিবেচনার আশ্বাস দেন।

মন্তব্যসাতদিনের সেরা