kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ভাঙ্গুড়ায় প্রথম রোগী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশের মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলাতেও ডেঙ্গু রোগের বিস্তার ঘটছে। গত বুধবার বিকেলে এ উপজেলায় সর্বপ্রথম একজন কলেজছাত্রের ডেঙ্গু ধরা পড়ে। আক্রান্ত যুবকের নাম শরিফুল ইসলাম (২০)।

তিনি ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া মহল্লায় তাঁর খালা উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখির বাসায় থাকেন। গত এক বছর তিনি ভাঙ্গুড়ার বাইরে যাননি বলে তাঁর পরিবার জানায়।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে জ্বরে আক্রান্ত হন শরিফুল। তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ডেঙ্গু শনাক্তের কোনো ব্যবস্থা না থাকায় তাঁকে ক্লিনিকে নিয়ে রক্ত পরীক্ষা করতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার ফরিদপুর উপজেলার একটি ক্লিনিকে শরিফুলের রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে বিকেলেই শরিফুলকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা