kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ডেঙ্গুতে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন। মশক নিধন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাই জানেন স্বজন হারানোর কষ্ট। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই আমি।’

মন্তব্যসাতদিনের সেরা