kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

দুই সিটির মশার নতুন ওষুধ ‘কার্যকর’

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চীন থেকে আনা মশার নতুন ওষুধ মেলাথিয়ন মাঠ ও ল্যাব উভয় পরীক্ষায় কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র। আজ বৃহস্পতিবার থেকে ওষুধটি মশা নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। অন্যদিকে ভারত থেকে আনা মশার নতুন ওষুধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাঠ পরীক্ষায় শতভাগ কার্যকর হয়েছে। ল্যাবে পরীক্ষার জন্য ওষুধটির নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছে সংস্থাটি।

ডিএনসিসি চীনের নানজিং ইকোফার্ম অ্যান্ড বায়োটেকনোলজি নামের একটি কম্পানির কাছ থেকে মেলাথিয়ন এনে গত সোমবার প্রাথমিক পরীক্ষা করে। ২৪ ঘণ্টা পর শতভাগ মশা মরেছে বলে জানায় সংস্থাটি। পরে গত মঙ্গলবার রাতে ওষুধটি পরীক্ষা করে আইইডিসিআর। পরীক্ষায় মেলাথিয়ন শতভাগ কার্যকর হিসেবে প্রতিবেদন দেয় সংস্থাটি। গতকাল বুধবার মেলাথিয়নের সংমিশ্রণে মশার ওষুধ তৈরির কাজ শুরু করে ডিএনসিসি।

মন্তব্যসাতদিনের সেরা