kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

ব্রাহ্মণপাড়ায় শিশুসহ ছয়জন শনাক্ত

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশুসহ ডেঙ্গু আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। পরে চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ গত মঙ্গলবার ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের ডেঙ্গু শনাক্ত করা হয়। চলতি সপ্তাহে এক শিশুসহ আরো চারজনকে শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসান সোহেল জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার কোথাও কেউ জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য অন্য কোথাও না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা