kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আক্রান্ত শিশু আয়ান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচার দিন আগে গায়ে হালকা জ্বর ওঠে ১৩ মাস বয়সী মো. সাদ বিন এজাজ ওরফে আয়ানের। পরদিন চিকিৎসক দেখিয়ে বেসরকারি হাসপাতাল পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। আয়ান ব্রাহ্মণবাড়িয়াতে ডেঙ্গু আক্রান্ত প্রথম রোগী। তার বাড়ি জেলার আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায়। পরিবারের লোকজন জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে তাঁদের বাড়ির কেউ ঢাকা যাননি কিংবা তাঁদের বাড়িতে ঢাকা থেকে কেউ বেড়াতে আসেননি। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত যারা চিকিৎসা নিয়েছে আয়ান বাদে তারা সবাই ঢাকাফেরত। যে কারণে শিশু আয়ান আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ঢাকাফেরত ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ‘জেলায় প্রথম আক্রান্ত রোগী হলো শিশু আয়ান। এটা ভাবনার বিষয়। এর মধ্য দিয়ে বোঝা গেল জেলায় এডিস মশার অস্তিত্ব আছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

মন্তব্যসাতদিনের সেরা