kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

শ্যামনগরে প্রথম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. কাওছার আলী (৪০) নামের এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। কাওছার উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে। কাওছার জানান, গত ১৫ জুলাই ঢাকায় খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। গত ২ আগস্ট নিজ বাড়িতে এসে জ্বর অনুভব হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. অজয় কুমার সাহার শরণাপন্ন হন। পরে চিকিৎসক জানান তাঁর রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তিনিই এ উপজেলায় প্রথম ডেঙ্গু আক্রান্ত।

মন্তব্যসাতদিনের সেরা