kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

এমপির ছেলে মেয়ে আক্রান্ত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য বিএনপি নেতা মোশারফ হোসেনের ছেলে-মেয়ে দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, তাঁর ১২ বছর বয়সী মেয়ে মায়িশা আক্তার রোজা এবং তিন বছর বয়সী ছেলে মোসাবির হোসেন সামিদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মোশারফের ছেলে-মেয়ের সুস্থতা কামনায় কাহালু উপজেলা বিএনপির আয়োজনে রেলওয়ে স্টেশন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কাহালু উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আব্দুর রশিদ, সদস্যসচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রভাষক কুতুব শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা