kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

যশোরে বাড়ছে নতুন রোগী

যশোর অফিস   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরে বাড়ছে নতুন রোগী

যশোর সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে সামনের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন এক রোগী। ছবিটি গতকাল দুপুরে তোলা। ছবি : কালের কণ্ঠ

যশোরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার যশোর জেনারেল হাসপাতালে আরো ১৭ জনকে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট ২৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ১৮২ জন। যার মধ্যে ১০২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। তাদের মধ্যে দুপুর পর্যন্ত ভর্তি ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে। অন্যদিকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য পৃথক

পুরুষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্তদের চাপের কারণে বেড সংকটে কিছু ডেঙ্গু রোগী মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা