kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

আক্কেলপুর ডেঙ্গুমুক্ত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে গত এক সপ্তাহে ঢাকার চেয়ে ঢাকার বাইরে বেশি আক্রান্তের শিকার হয়েছে। কিন্তু শুধু ব্যতিক্রম জয়পুরহাট জেলার আক্কেলপুর। এ উপজেলায় এখনো কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি। জনসাধারণের ভীতি এড়াতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।

তবে ঈদের ছুটিতে ঢাকা থেকে আক্কেলপুরে ঘরমুখো মানুষগুলোর আগমন নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে ডেঙ্গু মোকাবেলায় আক্কেলপুর থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক আলোচনাসভা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে ডেঙ্গুর বিষয়ে আতঙ্কিত না হতে এবং কোনো প্রকার গুজবে কান না দিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ‘ডেঙ্গু রোধে সচেতনতামূলক সভা ও এলাকায় মাইকিং করা হয়েছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে। এ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন কোনো রোগী পাওয়া যায়নি।’

মন্তব্যসাতদিনের সেরা