kalerkantho

রবিবার । ১১ ফাল্গুন ১৪২৬ । ২৪ ফেব্রুয়ারি ২০২০। ২৯ জমাদিউস সানি ১৪৪১

দুদকের অভিযান

মশক নিবারণ দপ্তরের প্রধান কর্মস্থলে নেই!

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও রাজধানীর মশক নিবারণ দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। মশক নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়েছে।

দুদক অভিযোগকেন্দ্রের হটলাইন-১০৬ নম্বরে অনিয়মের অভিযোগ পেয়ে কমিশনের নির্দেশে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। দুদক কর্মকর্তারা মশক নিবারণ দপ্তরে গিয়ে মশক নিবারণী দপ্তরের প্রধান কর্মকর্তাকেই কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। অভিযানকালে তাঁরা দপ্তরের মজুদকৃত মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধের ড্রাম খালি অবস্থায় পড়ে থাকতে দেখেন, যা অস্বাস্থ্যকর।

দুদকের ওই টিম পরে ডিএসসিসির মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণে অভিযান চালায়। এ সময় তারা দেখতে পায়, ডিএসসিসির কর্মকর্তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছ থেকে মশার ওষুধ ধার করে নিয়ে মশক নিবারণে ব্যবহার করছেন। এমনকি দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হারে বাড়লেও আগের মতোই গাছাড়াভাবে মশার ওষুধ ছিটানোর চিত্র ধরা পড়ে টিমের কাছে।

মন্তব্যসাতদিনের সেরা