kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

নতুন ওষুধের নমুনা পরীক্ষা দুই সিটি করপোরেশনের

৮০ শতাংশের বেশি মশা অজ্ঞান!

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৮০ শতাংশের বেশি মশা অজ্ঞান!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশা নিধনে নতুন ওষুধ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষা করে। ছবি : কালের কণ্ঠ

বিদেশ থেকে নিজস্ব উদ্যোগে আনা মশার ওষুধের নমুনার প্রাথমিক পরীক্ষা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে ও গত সোমবার ডিএনসিসি গুলশানে এ পরীক্ষা করে। এতে ৮০ শতাংশের বেশি মশা অজ্ঞান হয়েছে বলে তারা দাবি করেছে। জানা গেছে, ভারত থেকে ওষুধের নমুনা এনেছে ডিএসসিসি। এ নমুনায় গড়ে ৮০ শতাংশের বেশি মশা অজ্ঞান বা নক ডাউন হয়েছে। তাই প্রাথমিকভাবে এই ওষুধ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়েছে।  ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে তিন ধরনের ওষুধের মোট ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা চলাকালে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনটি ওষুধের মধ্যে ডেলটামেথ্রিন ১.২৫% ইউএলভিতে ৮৪.৯২ শতাংশ মশা অজ্ঞান হয়েছে। আর মেলাথিয়ন ৫% আরএফভি প্রয়োগে ৯৭.৩৩ শতাংশ ও টেট্রামিথাইনে গড়ে ৯১.৩৩ শতাংশ মশা অজ্ঞান হয়েছে। তবে ওষুধ পরীক্ষার এক দিন পর অর্থাৎ আজ চূড়ান্ত ফল জানা যাবে। এদিকে গত সোমবার একটি ওষুধের নমুনা পরীক্ষা করে ডিএনসিসি। গতকাল চূড়ান্ত ফল পাওয়ার কথা থাকলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তা প্রকাশ করেননি। কোন দেশ থেকে ওষুধের নমুনা আনা হয়েছে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। তবে ওষুধটির নমুনায় প্রথম ৩০ মিনিটে ৯১ শতাংশ মশা অজ্ঞান হয়েছে। আর ২৪ ঘণ্টা পর ১০০ শতাংশ মশা মারা গেছে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা