kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

ঝিনাইদহে আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা

ঝিনাইদহ প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে তিনজন নতুন রোগী ভর্তিসহ ৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ডেঙ্গু সচেতনামূলক পরিষ্কার-পরিছন্নতা অভিযান শুরু হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে এ পর্যন্ত ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা