kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

ঢাকার মশা ঠেকাতে শেরপুরে বাসে অ্যারোসল বিতরণ

শেরপুর প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা থেকে যাতে এডিস মশা শেরপুরে না আসতে পারে সে জন্য দূরপাল্লার যাত্রীবাহী বাসে বিনা মূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বাস-কোচ মালিক সমিতির উদ্যোগে এই স্প্রে বিতরণ করেন সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এ সময় শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী ১১০টি বাসের চালকদের হাতে অ্যারোসল তুলে দেওয়া হয়। এ ছাড়া ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিটি স্প্রে শেষ হওয়ার পর খালি বোতল জমা দিলে নতুন স্প্রে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এ সময় মশক নিধনে ফগার মেশিন দিয়ে উপজেলা ও জেলা পরিষদ প্রাঙ্গণসহ কয়েক স্থানে ওষুধ স্প্রে করা হয়। অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে জেলাব্যাপী একযোগে মশক নিধনের লক্ষ্যে বুধবার শহরের ১১টি পয়েন্টে ক্রাশ প্রগ্রাম পালন করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা