জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে মশা নিধন করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। মৃত জাহিদুল ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে জাহিদুল বাড়ির পাশে মশা নিধনের জন্য ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় জঙ্গলের পাশে থাকা পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য