kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

ফরিদপুরে আরো ২৪ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে ১৯ জন।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, গত ২০ জুলাই থেকে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭৯ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরে গেছে ৪৫ জন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাঁচজনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ জন।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর মধ্যে ২৮ জন নিজ বাড়িতে থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ১৪ জন রাজবাড়ী থেকে, সাতজন মাদারীপুর থেকে, দুজন গোপালগঞ্জ থেকে ও তিনজন ঝিনাইদহ থেকে আক্রান্ত হয়েছে। ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে ১২৫ জন।

মন্তব্যসাতদিনের সেরা