kalerkantho

রবিবার । ১২ আশ্বিন ১৪২৭ । ২৭ সেপ্টেম্বর ২০২০। ৯ সফর ১৪৪২

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

সবার প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে ভালো

মানিকগঞ্জ প্রতিনিধি   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসবার প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে ভালো

মানিকগঞ্জ সদর হাসপাতালে গতকাল দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালের কণ্ঠ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে যে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশা নিধন অভিযান চলছে, তাতে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে ভালো। আমাদের সবার প্রচেষ্টায় ও সচেতনতায় ডেঙ্গু আক্রমণ কমছে।’

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতাল ঘুরে ডেঙ্গু রোগীদের দেখে ও চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনের লক্ষ্যে ক্রাশ প্রগ্রামের উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে এবং বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সারা দেশে ২৫ হাজার ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৮ হাজার রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে এবং সাত হাজার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে। এডিস মশা যাতে জন্মাতে না পারে, সে জন্য নিজেদের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। আমরা যেভাবে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি, তাতে ডেঙ্গু রোগ নির্মূল করা সম্ভব হবে ইনশাআল্লাহ।’

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাতা রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা