kalerkantho

চুয়াডাঙ্গা হাসপাতাল

প্রতিদিনই আসছে নতুন রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। গত শনি ও রবিবারে ভর্তি হয়েছে সাতজন। তবে গতকাল সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে আসেনি। গত ২৫ জুলাই থেকে গতকাল পর্যন্ত ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। গতকাল হাসপাতালে ভর্তি ছিল ১০ ডেঙ্গু রোগী। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির জানান, ডেঙ্গু রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা বিনা খরচে হাসপাতাল থেকেই হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা