kalerkantho

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো ২৫ রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছে। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ১৭৩ জনে দাঁড়াল। গতকাল সোমবার হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৮২ জন। চিকিৎসা চলছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত। আর ৯১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।’ জানা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স প্রস্তুত আছেন।’

 

মন্তব্যসাতদিনের সেরা