kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

যশোরে রোগীর সংখ্যা বাড়ছে নতুন ভর্তি ২৬

যশোর অফিস   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরে আরো ২৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত যশোর জেলায় মোট ৭৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১৮ দিনে যশোর জেলায় ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১৩৪ জন ভর্তি হয়েছে। ৫৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ছাড়া অভয়নগর ও চৌগাছা উপজেলায় ১০ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার কিটের স্বল্পতা রয়েছে। সরকারিভাবে যে কিট পাওয়া গেছে তার সঙ্গে স্থানীয়ভাবে সংগ্রহ করা কিট দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা