kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

আনসার ও ভিডিপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআনসার ও ভিডিপির আয়োজনে ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং পদ্মা সেতু নিয়ে গুজব প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ঢাকা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সভাটি হয়।

মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগরের উপমহাপরিচালক ফিরোজ খান। সভায় বক্তব্য দেন আনসার সদর দপ্তরের আইসিটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল আহমেদ, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি ডেঙ্গুর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সব কর্মকর্তা-কর্মচারী ও ভিডিপি সদস্যদের যার যার অবস্থান থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা এবং অন্যদের মশক নিধক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া সবাইকে পদ্মা সেতু নিয়ে গুজব দূর করতে ভূমিকা রাখার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সব আনসার ও ভিডিপি সদস্যকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার নির্দেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা