kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

ডিএসসিসি মেয়রের পরামর্শ

পায়জামা-মোজা লম্বা প্যান্ট পরতে হবে

নিজস্ব প্রতিবেদক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুর চলমান প্রকোপ থেকে বাঁচতে লম্বা প্যান্ট, পায়জামা এবং মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ সব ধরনের সামর্থ্য নিয়ে মাঠে রয়েছে বলেও জানান তিনি।

গতকাল রবিবার ডিএসসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। কোরবানির বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে মসজিদের খতিব ও ঈমামদের সঙ্গে মতবিনিময় ও অ্যারোসেল স্প্রে বিতরণ বিষয়ে সভাটি আয়োজন করা হয়।

মেয়র বলেন, ‘এখন থেকে ৩০টির পরিবর্তে ৬০টি দল বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা ধ্বংসের কাজ করবে। নিরাপদ থাকতে আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা এবং মোজা পরতে হবে।’

কাউন্সিলর অফিস থেকে তা সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবেলা করতে চাই।’

ডিএসসিসির আওতাধীন মসজিদের ঈমাম-খতিব ছাড়াও অনুষ্ঠানে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা