kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

মাদারীপুরে ৩৩ জনকে অন্যত্র স্থানান্তর

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। তাদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি আছে ১৫ জন। বাকিদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর ও বিভিন্ন উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ২৩ জন রোগী ডেঙ্গুর জীবাণু নিয়ে মাদারীপুরে আসে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩০ জনে। এরপর ২৪ ঘণ্টায় জেলায় আরো ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা হাসপাতালে ১৫ জনকে ভর্তি করে চিকিৎসাদেওয়া হচ্ছে। বাকি ৩৩ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা