kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

এক রোগ সারাতে গিয়ে ডেঙ্গু নিয়ে বাড়ি ফেরা

হবিগঞ্জ প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৩৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তিনি উপজেলার মোড়করি গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এক রোগের চিকিত্সার জন্য সম্প্রতি ঢাকায় যান ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। চিকিৎসাশেষে বাড়িতে চলে আসেন তিনি। আসার পর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর দেহে ডেঙ্গু ধরা পড়ে। একপর্যায়ে তাঁর অবস্থা গুরুতর হলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা