kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

ধুনট পৌরসভার কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনটে আব্দুল মান্নান (৪৯) নামের পৌরসভার এক কর্মচারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি বগুড়া শহরের শামছুন নাহার ক্লিনিকে চিকিৎসাধীন। আব্দুল মান্নান ধুনট পৌর এলাকার আদর্শপাড়ার বাসিন্দা। তিনি ধুনট পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে তিনি অন্যদের সঙ্গে ঢাকা প্রেস ক্লাবের সামনে অংশ নেন। সেখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, ‘ঢাকায় অবস্থান কর্মসূচি পালনকালে গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হই। প্রথমে মনে করেছিলাম ভাইরাস জ্বর। কিন্তু প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় বৃহস্পতিবার বগুড়া শহরের শামছুন নাহার ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করাই। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু জ্বর শনাক্ত হওয়ায় এখানেই চিকিৎসা নিচ্ছি।’

 

মন্তব্যসাতদিনের সেরা