kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

কালীগঞ্জে স্কুলছাত্রসহ আক্রান্ত ৫

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহের কালীগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রসহ পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলো মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও কালীগঞ্জ কলেজপাড়ার আব্দুর রবের ছেলে তাসিম আহম্মেদ, আড়পাড়া নদীপাড়ার সিআইসি সাইফুদ্দীন খালিদ পিকুলের ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আশরাফি খালিদ, ভাতঘরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সায়াদ, বলিদাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের নওয়াব আলীর ছেলে ইমরান হোসেন। স্কুলছাত্র তাসিম বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হলেও বাকি চারজন ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাড়ি ফিরেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন সাফায়েত বলেন, ‘আক্রান্তরা সবাই ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা