kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

তানোরে হাসপাতালে ভুল পরীক্ষার অভিযোগ

সংবাদ প্রকাশ না করার জন্য হাসপাতালের কর্তৃপক্ষের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর তানোর উপজেলার হাসান আলী (৫৬) গত বৃহস্পতিবার (১ আগস্ট) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করান। সেখানকার সংশ্লিষ্ট চিকিৎসকরা হাসান আলী ডেঙ্গু আক্রান্ত নন বলে জানান। সন্দেহ দূর করতে হাসান আলী রিপোর্টটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের এক চিকিৎসককে দেখালে তিনি অন্যত্র পরীক্ষা করানোর পরামর্শ দেন। হাসান আলী অন্যত্র পরীক্ষা করালে সেখানে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে প্রতিবেদকের মোবাইল ফোনে কল করে এ অভিযোগ করেন হাসান আলীর বড় ছেলে মো. জাকারিয়া।

এদিকে জাকারিয়া জানান, এ বিষয়ে যাতে কোনো মামলা বা সংবাদ প্রকাশ না করা হয় সে জন্য বৃহস্পতিবার রাতে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তাঁকে ফোন করা হয় এবং শুক্রবার হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু জাকারিয়া এখানে সমঝোতা করার কোনো সুযোগ নেই বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা