kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

মশা মারতে মোটরসাইকেলে ওষুধ ছিটাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার মোটরসাইকেলে মশার ওষুধ ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রাথমিকভাবে সংস্থার মোট ১০টি অঞ্চলে এ পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করা হবে। এই পদ্ধতিটি ফলপ্রসূ হলে মোটরসাইকেলের সংখ্যা আরো বাড়ানো হবে। ডিএনসিসি জানায়, মশক নিধনে গতানুগতিক পদ্ধতি থেকে বের হতে নেওয়া হয়েছে নতুন এ পদ্ধতি। এতে মশক কর্মীদের শারীরিক পরিশ্রম কম হবে। একজন চালক মোটরসাইকেল চালাবেন। অন্যজন পেছনে বসে মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করবেন। প্রতি ঘণ্টায় একটি মোটরসাইকেলে সোয়া দুই কিলোমিটার জায়গায় ওষুধ প্রয়োগ করা যাবে। ডিএনসিসির পুরনো ও নতুনভাবে সংযুক্ত হওয়া মোট ১০টি অঞ্চলের জন্য ১০টি মোটরসাইকেল এরই মধ্যে ক্রয় করা হয়েছে। গতকাল গুলশানে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এ ধরনের একটি মোটরবাইক দেখে ইতিবাচক মন্তব্য করেন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে ওষুধ প্রয়োগ করলে সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। এ ধরনের মোটরবাইক-কাম-মশক নিধন যন্ত্র পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। মশক নিয়ন্ত্রণে কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের আধুনিক প্রযুক্তি পর্যায়ক্রমে যুক্ত করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা