kalerkantho

মঙ্গলবার । ১২ ফাল্গুন ১৪২৬ । ২৫ ফেব্রুয়ারি ২০২০। ৩০ জমাদিউস সানি ১৪৪১

অসচ্ছল রোগীদের বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু আক্রান্ত সব পথশিশু ও অসচ্ছলদের বিনা মূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ২০ আগস্ট আদালতকে জানাতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। পথশিশুকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো নিয়ে গত ৩১ জুলাই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ড. কাজী জাহেদ ইকবাল, মো. লুৎফর রহমান রাসেল, ব্যারিস্টার অনিক আর হক।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই সাত বছরের এক পথশিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।

মন্তব্যসাতদিনের সেরা