kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

নেত্রকোনায়ও শনাক্ত

নেত্রকোনা প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার নেত্রকোনায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। জেলা শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষার পর পাঁচজনের ডেঙ্গু ধরা পড়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক ও উত্কণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার ঢাকায় বসবাসকারী পাঁচজন রোগী নেত্রকোনায় এসেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের দেহে ডেঙ্গু ভাইরাস পাওয়া গেছে। তারা সবাই বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি চলে গেছে। ডা. তাজুল ইসলাম আরো বলেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য উন্নতমানের তেমন যন্ত্রপাতি নেই। ফলে প্রাইভেট ক্লিনিকগুলোতে গিয়ে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা