kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

ডেঙ্গুতে আক্রান্ত রূপগঞ্জের এএসপি থানায় আতঙ্ক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসার উদ্দিন খান। আফসার উদ্দিন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে করে রূপগঞ্জ থানার অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রূপগঞ্জ থানা সূত্র জানায়, সাত দিন আগে নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের এএসপি আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি দেন। বর্তমানে তিনি রূপগঞ্জ থানায় তাঁর নিজ কার্যালয়ে অবস্থান করছেন। এর ফলে রূপগঞ্জ থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। অনেক সদস্য সাধারন সর্দি, জ্বর হলেই ডেঙ্গু ভয়ে হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করছেন।

নাম না প্রকাশ শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘যেহেতু স্যার ডেঙ্গু রোগে আক্রান্ত, শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত স্যারের থানা ভবনে না থাকাই ভালো।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসার উদ্দিন খান। আফসার উদ্দিন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে করে রূপগঞ্জ থানার অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রূপগঞ্জ থানা সূত্র জানায়, সাত দিন আগে নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের এএসপি আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি দেন। বর্তমানে তিনি রূপগঞ্জ থানায় তাঁর নিজ কার্যালয়ে অবস্থান করছেন। এর ফলে রূপগঞ্জ থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। অনেক সদস্য সাধারন সর্দি, জ্বর হলেই ডেঙ্গু ভয়ে হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করছেন।

নাম না প্রকাশ শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘যেহেতু স্যার ডেঙ্গু রোগে আক্রান্ত, শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত স্যারের থানা ভবনে না থাকাই ভালো।’

মন্তব্যসাতদিনের সেরা