kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

কুড়িগ্রামে সাতজন হাসপাতালে

কুড়িগ্রাম প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরো দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল সাতজনে। গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতালপাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১) ও রাতে পৌরসভার কৃষ্ণপুর মিয়াপাড়ার আমজাদের ছেলে শামিম (১৮) ভর্তি হয়েছেন। তাঁরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার জানান, গত চার দিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে পাঁচজন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া বিনিতা ও শামিম নামে আরো দুজন ভর্তি হয়েছেন। তাঁদের হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১০ জন  ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছে। এর মধ্যে তিনজন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা