ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
চট্টগ্রাম

ক্যালসিয়াম কার্বনেটের ঘোষণায় আসল গুঁড়ো দুধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
ক্যালসিয়াম কার্বনেটের ঘোষণায় আসল গুঁড়ো দুধ

ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে আনা গুঁড়ো দুধ ও ডেক্সট্রোজের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

এসব চালানে ২৮ মেট্রিক টন গুঁড়ো দুধ এবং ৪০ মেট্রিক টন ডেক্সট্রোজ পাওয়া গেছে। ঢাকার জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান পণ্যগুলো আমদানি করেছে। এ ঘটনায় এক কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল।

কন্টেইনার খুলে কায়িক পরীক্ষা থেকে গতকাল বুধবার বিষয়টি জানায় কাস্টমস।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মো. সাইফুল হক বলেন, ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিলেও এর পাশাপাশি গুঁড়োদুধ ও ডেক্সট্রোজ পাওয়া যায়। মিথ্যা ঘোষণায় পণ্যগুলো আমদানি করে ওই আমদানিকারক এক কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। পরীক্ষা করার জন্য পণ্যগুলোর নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার পুরান পল্টন এলাকার প্রতিষ্ঠান জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চায়না থেকে ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেয়। চারটি কনটেইনারে করে ৩ হাজার ২১৯ বস্তায় প্রতিষ্ঠানটির নামে পণ্যগুলো আসে।

কনটেইনারগুলো খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আছদগঞ্জ এলাকার এক্সটেন্ডেড ইউনাইটেড এজেন্সিস নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

কিন্তু সন্দেহ হওয়ায় কারণে ১৮ সেপ্টেম্বর আ্যাাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে দেয় কাস্টমসের এআইআর শাখা। ১৯ সেপ্টেম্বর চার কনটেইনারে থাকা পণ্য চালানগুলোর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এরমধ্যে মাত্র ৪১৯ বস্তায় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। বাকি ২ হাজার ৮শ বস্তায় ২৮ মেট্রিক টন গুঁড়ো দুধ ও ৪০ মেট্রিক টন ডেক্সট্রোজ পাওয়া যায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ