চট্টগ্রাম নগরীতে বিএনপির প্রস্তুতিসভা চলাকালে দক্ষিণ জেলার দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সদস্য সচিবসহ আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেলে নগরীর কোতোয়ালী থানার নুর আহমদ সড়কে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম নগর বিএনপির এক নেতা জানান, বিএনপি রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় যোগ দিতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব নাসিমন ভবনের কাছে এসে পৌঁছালে দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এনাম সমর্থক ও সদস্য সচিব মোস্তাক সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এনামের সমর্থকরা মোস্তাক আহমদসহ তার সমর্থকদের মারধর করে মোস্তাকের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। ঘটনার সময় বিএনপি অফিসের ভেতরে সিনিয়র নেতারা মিটিং করছিলেন। পরে তাঁদের নির্দেশে নগর যুবদলের সভাপতি ও অন্যান্য নেতারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
পরে যুবদল নেতারা মোস্তাককে অফিসের ভেতরে নিয়ে যান। দুই পক্ষের মারামারিতে প্রায় আট জন নেতাকর্মী আহত হয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান আমরা তো বাইরেই ছিলাম। হয়ত কথা কাটাকাটি হয়েছে।
মারামারি হলে আমরা দেখতাম।