ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

জাহাজের পাখায় আটকে থাকা নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
জাহাজের পাখায় আটকে থাকা নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জাহাজের পাখায় লেগে থাকা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর বাকলিয়া মন্দিরঘাট এলাকা থেকে ওই মরদেহ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ। পুলিশ বলছে, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরনে ছিল খয়েরি রঙের মেক্সি। হাতে চুড়ি, নাকে নোলক এবং কানে দুল পরা ছিল।

ওসি একরাম উল্লাহ বলেন, মন্দিরঘাট এলাকায় ‘এমভি হাসিব’ নামে একটি জাহাজের নিচে পাখার সঙ্গে লেগে ছিল ওই নারীর মরদেহ। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বন্দরনগরী ও জেলার যেসব স্থানে মিসিং ডায়েরি আছে, সেখানে আমরা খোঁজ নিচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ