ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
সংক্ষিপ্ত

মে দিবসে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
মে দিবসে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মহান মে দিবসে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। এতে উপকৃত হয়ে ছাত্রলীগের এমন কাজে খুশি হয়েছেন উপজেলার মেরুং ইউনিয়নের বড়মেরুং এলাকার কৃষক শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম জানান, বর্তমানে কাজের মৌসুম হওয়ায় এলাকায় শ্রমিক সংকট রয়েছে। তাছাড়া ধান কাটা শুরু হয়েছে প্রায় সকলের একসঙ্গে।

এ কারণেও শ্রমিক পাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। শ্রমিক সংগ্রহ করতে পারলেও শ্রমিকের মজুরি অনেক বেশি। এমন সময় ছাত্রলীগ প্রায় ৪০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এতে তিনি অনেক উপকৃত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ধান কাটায় অংশগ্রহণকারী সকলেই কলেজ ছাত্রলীগের সদস্য। কলেজ ছাত্রলীগের রবিউল ইসলাম এবং ইমনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ১৫ জন কর্মী। রবিউল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, জেলা ছাত্রলীগের পরামর্শে এবং উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে তাঁরা কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। শ্রমিক সংকট এবং দরিদ্র কৃষকের খোঁজ পেলে তাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ