জাতীয় সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় গরিব অসহায় দুস্থ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রাঙামাটির লংগদুতে পাঁচজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পঞ্চাশ হাজার টাকা করে পাঁচজন রোগীকে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন ইউএনও আকিব ওসমান।
সরকারি আর্থিক অনুদানপ্রাপ্তরা হলেন উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের উত্তর ঘনমোড় গ্রামের স্বপন চাকমা, মাইনীমুখ ইউনিয়নের মাইনীমুখ বাজারের তানজিলা সুলতানা তামান্না, আটারকছড়া ইউনিয়নের বামে আটারকছড়া গ্রামের ইস্রাফিল ইসলাম, গদাবান্যাছড়া গ্রামের বাদি চাকমা, লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের মোহাম্মদ আলী।
অনুদানের চেক বিতরণের সময় সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ্যানি বড়ুয়া, উচ্চমান সহকারী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।