ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
জুতার কারখানায় আগুন

চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বন্দরটিলা এলাকার গুদামে এই ঘটনা ঘটে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, তাদের ৪০ হাজার বর্গফুট গুদামের মধ্যে ২০ হাজার ফুট নিজেরা ব্যবহার করেন। বাকি জায়গা ‘রংডা’ নামে একটি জুতা তৈরির চীনা প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে।

গতকাল সকালে ওই প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এতে টিসিবি’র কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে তা নিভিয়ে ফেলেছিল। তবে সেখানে ধোঁয়া হয়েছিল বেশি।

ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিট সেখানে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আবসার জানান, রংডা নামে চীনা প্রতিষ্ঠানটিতে শ’খানেক শ্রমিক কাজ করে। তবে লোকজনের কোনো সমস্যা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ