kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বায়তুশ শরফে চার দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্‌যাপন উপলক্ষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আগামী শনিবার সকাল ৯টায় বায়তুশ শরফ কমপ্লেক্সে কর্মসূচি শুরু হবে। 

গতকাল বুধবার বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বায়তুশ শরফের পীর আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহসান উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান ও ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক রফিক আহমদ।

মন্তব্য