kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

ফেনী মুক্ত দিবস পালন

ফেনী প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাজারো পতাকা উড়ানো, মানববন্ধন, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ফেনী মুক্ত দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ট্রাংক রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ২ নম্বর সাব সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান।

একই সময় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সাতদিনের সেরা