দেশ ভ্রমণে বাংলাদেশি দম্পতির সেঞ্চুরি
শারমীন ও রেজাউল দম্পতি একসঙ্গে ভ্রমণ করেছেন ১০০টি দেশ। ছবিটি কক্সবাজার থেকে তোলা

শারমীন ও রেজাউল দম্পতি একসঙ্গে ভ্রমণ করেছেন ১০০টি দেশ। ছবিটি কক্সবাজার থেকে তোলা

প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে আজ শততম দেশ ভ্রমণের সেঞ্চুরি হাঁকিয়েছেন রেজাউল বাহার ও শারমীন শাহরিয়াত। ছবিটি আলাস্কা থেকে তোলা

তাঁরা প্রতিটা ছুটি কাজে লাগিয়ে নোঙর ফেলেছেন বন্দরে বন্দরে। কারণ তাঁদের কাছে জীবন মানে যাপন নয়, উদযাপন! ছবিটি অষ্ট্রেলিয়া থেকে তোলা

প্রথম গিয়েছিলেন ক্যারিবিয়ান দীপপুঞ্জ বাহামায়। পরে ভ্রমণের নেশা যেন পেয়ে বসল তাঁদের। দুজনে যা আয় করেন তার সিংহভাগই খরচ করেছেন ঘোরাঘুরির পেছনে। দুজনেই পূর্ণকালীন চাকরি করেন। মোটাদাগে বছরে মাসখানেক ছুটি মেলে। ছবিটি মিশোর থেকে তোলা

লোন্দার জল-হাওয়ায় বেড়ে উঠেছেন রেজাউল। তাঁর জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে সেখানে। আর শারমীনের কক্সবাজারে। তিনি পেশায় ব্যাবসায়িক পরামর্শদাতা আর রেজাউল প্রকৌশলী। চাকরি সূত্রে দুজনেই এখন থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০০৫ সালে। একসঙ্গে ভ্রমণ শুরু করেছিলেন ২০০৮ সালে। ছবিটি অ্যান্টার্কটিকা থেকে তোলা

১৫ বছরের এই পথপরিক্রমায় সাত মহাদেশের ৪৫০টি শহরে গিয়েছেন। ৭৫০ দিন থেকেছেন ৩০০টি হোটেলে। আকাশ ও সড়কপথে প্রায় পাঁচ লাখ মাইল পাড়ি দিতে হয়েছে তাঁদের। দুর্দান্ত এই যাত্রায় খরচ হয়েছে পাঁচ কোটি টাকার বেশি। ছবিটি কেনিয়া থেকে তোলা