

ছবিতে ভারতীয় ক্রিকেটারদের সফল স্ত্রীরা

আনুশকা শর্মা : বিরাট কোহলির স্ত্রী নয়। আনুশকার পরিচয় সফল বলিউড তারকা হিসেবে।

মায়ন্তি ল্যাঙ্গার: ভারতীয় দলের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির স্ত্রী। তবে তার আগে তার পরিচয় স্পোর্টস শো হোস্ট হিসেবে। ক্রিকেট থেকে ফুটবল। স্পোর্টস শো হোস্ট করায় তার জুড়ি মেলা ভার। দেশের অন্যতম সেরা সঞ্চালিকা তিনি।

রীতিকা সাজদে : ভারতীয় দলের হিট ম্যানের স্ত্রী তিনি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস রয়েছে কোহলির দলের এই ওপেনারের দখলেই। আইপিএল ট্রফিটাও সবচেয়ে বেশিবার তিনিই পেয়েছেন। এহেন রোহিতই ২০১৫-তে বিয়ে করেন রীতিকা সাজদেকে। রোহিত শর্মার স্পোর্টস ম্যানেজার থেকে তাঁর স্ত্রী। ছ'বছরের প্রেমের সম্পর্কের পরে বিয়ে হয় রোহিত-রীতিকার।

গীতা বসরা : ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের সঙ্গেই বছর দুয়েক আগে সাতপাকে বাঁধা পড়েছেন গীতা। মডেল হিসেবে কেরিয়ার শুরু করা গীতা বলিউডে বেশ কয়েকটি ছবিও করেছেন। গীতার স্টাইল ও সৌন্দর্য্য আলাদা করে নজর কেড়ে নেয়।

দীপিকা পাল্লিকল : দেশের অন্যতস সেরা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা। কমনওয়েলথের সোনা জয়ী মেয়েই বছর চারেক আগে বিয়ে করেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিককে। দীপিকা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা সুন্দরী খেলোয়াড়দের একজন।

হেজেল কিচ : বিজ্ঞাপন, বলিউড ও মডেলিংয়ের সৌজন্যে হেজেল কিচ ইন্ডাস্ট্রির চেনা মুখ। এই হেজেলকেই তিন বছর আগে বিয়ে করেন যুবরাজ সিং।

সাক্ষী ধোনি : ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী। আইপিএল-এর গ্যালারি হোক বা বিদেশ সফর। সাক্ষীর উপস্থিতি বরাবরই আলাদা নজর কেড়ে নিয়েছে। আর সেখানে নিত্যনতুন স্টাইল আর ড্রেসেই নিজেকে সাজান সাক্ষী। ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মাতিয়ে রাখেন তিনি।

অঞ্জলি টেন্ডুলকার : 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি। পেশায় চিকিৎসক অঞ্জলি। এয়ারপোর্টে প্রথম সাক্ষাতের পর সচিন-অঞ্জলির ২৪ বছরের পার্টনারশিপ। আজও দু'জন একইভাবে লাইমলাইট কেড়ে নিতে পারেন।