

ছবিতে মনোমুগ্ধকর অ্যারো ইন্ডিয়া ২০১৭

অ্যারো ইন্ডিয়া ২০১৭ এর ১১তম দ্বিবার্ষীক সংস্করণের শেষ দিন উড়ে যাচ্ছে একটি বিমান। পেছনে অস্ত যাচ্ছে সূর্য। বেঙ্গালুরুর ইয়েলাহানকা এয়ার বেজ থেকে তোলা ছবি।

একই দিন ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেলিকপ্টার অ্যারোবেটিক টিম 'সারাং' এর প্রদর্শন।

স্কাইক্যাট উইংওয়াকার্স। এরা স্ক্যান্ডনেবিয়ান অ্যারোবেটিক টিম। অ্যারো ইন্ডিয়াতে তারা আকাশে আঁকলো এক হৃদয়।

একজন পাইলট অ্যারো প্রদর্শনী দেখাচ্ছেন তার শিশু কন্যাকে। অ্যারো ইন্ডিয়ার চতুর্থ দিনের ছবি।

ছোট্ট এক মেয়ে মুগ্ধ চোখে অ্যারো শো দেখছে।

একই অনুষ্ঠানের চতুর্থ দিন ইয়েলাহানকায় এলসিএ সিমুলেটরে বসে রয়েছেন একজন।

ব্রিটেনের অ্যারোবেটিক দল ইয়াকোভলেভস এর প্রদর্শন। তারা ইয়েলাহানকা এয়ার ফোর্স স্টেশনে মহড়া দিচ্ছে।

আইএএফ এর অ্যারোবেটিক দল 'সুরিয়া কিরণ' মহড়া দিচ্ছে।

অ্যারো ইন্ডিয়া ২০১৭-কে সামনে রেখে প্রস্তুতিপর্ব।

এটা আইএএফ এর লাইট কম্ব্যাট এয়ারক্র্যাফ্ট 'তেজাস'। প্রদর্শনীর আগে চলছে মহড়া।

এটা আগের মহড়া। অংশ নিয়েছে 'সারাং'।

'সারাং' দল, প্রদর্শনীর দিন।

ড. বাবা সাহেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাগপুরে বোয়িং ড্রিম লাইনার ৭৭৭।

সবরমাটি নদীতে ব্রিটিশ অ্যারোবেটিক টিমের পারফর্মেন্স।

সবরমাটি নদীতে ব্রিটিশ অ্যারোবেটিক টিমের পারফর্মেন্স।

রোটারি ক্লাবের আয়োজিত ইউএভি টেকনলজিস অ্যান্ড এয়ার শো-এ সেকেন্ড ন্যাশনাল সেমিনার এবং এক্সিবিশন।

কৌশলী প্রদর্শনী দেখাচ্ছে এক ফ্রেঞ্চ ফাইটার এয়ারক্র্যাফ্ট রাফালে।

আইএএফ এর মিগ ২১ বাইসনের সামনে ভীড় করেছেন উৎসুক মানুষরা।

তিন রংয়ের কুয়াশা ছড়িয়ে দিয়েছে ফ্লাইং ক্যাটস দল। সূত্র: ডেকান হেরাল্ড