

কম বয়সে কেমন ছিলেন মার্কিন প্রেসিডেন্টরা?

অধিকাংশ মার্কিন প্রেসিডেন্টের বিস্তারিত চিত্রটা প্রায় সবাই জানার চেষ্টা করেন। বিশেষ করে প্রেসিডেন্ট হওয়ার পর তাদের দিকে নজর রাখেন সবাই। কিন্তু সাধারণত কেউ দেখেন না, এই মানুষটি বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর হওয়া আগে কেমন ছিলেন। তরুণ বয়সে তারা দেখতে কেমন ছিলেন? আঠারো, বিশ বা তিরিশের কোঠায় তাদের চেহারা কেমন ছিল? দেখলেই বুঝবেন, ক্ষমতাধর মানুষগুলো কিন্তু কম বয়সে আপনার বা আমাদের মতোই ছিলেন। তখন কি জানতেন, তারা মার্কিন মুলুকের প্রেসিডেন্ট হবেন? যদিও প্রেসিডেন্ট হওয়ার পর তারা স্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল ছিলেন। কিন্তু বিরল কিছু ছবিতে তাদের তারুণ্য ফুটে উঠেছে। প্রথম ছবিটি সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট বারক ওবামার। তখক তার বয়স মাত্র ১৮ বছর।

থিওডর রুজভেল্ট, বয়স তখন সবে ২০।

ইনি ২১ বছর বয়সী জন এফ কেনেডি।

খেলোয়াড় রোনাল্ড রিগান, ২৯ বছর বয়সে।

তিরিশের কোঠায় আব্রাহাম লিঙ্কন।

আরেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২২ এবং ২৬ বছর বয়সের ছবি।

গেরাল্ড ফোর্ডের ছবি, মাত্র ১৮ বছর বয়স তখন।

ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৮ বছর বয়সে।

জিমি কার্টার, তার বয়সও তখন ১৮।

আঠারো বছরের জর্জ এইচ ডাব্লিউ বুশ।

রাদারফোর্ড বি হেইস, ৩০ বছর বয়সে।

রিচার্ড নিক্সন, বয়স তার ২০।

মাত্র ১৬ বছর বয়সে জেমস গারফিল্ড।

বয়স হবে ১৯-২৩ এর মধ্যে। তিনি ক্যালভিন কলিজ।

উইলিয়াম ম্যাকিনলে, বয়স তখন ২১।

জর্জ ডাব্লিউ বুশ, ২১ বছর বয়সে।

জর্জ ডাব্লিউ বুশের আরেকটি ছবি, ১৯ বছর বয়সে তোলা।

উড্রো উইলসনের বয়স তখন ১৯।

হ্যারি ট্রুম্যানের ছবি, ২২ ও ২৬ বছর বয়সে।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তার বয়স মাত্র ২০। সূত্র: ইন্টারনেট